আজকাল ওয়েবডেস্ক: চার সন্তানের জন্ম দিলে পুরস্কার হিসেবে মিলবে টাকা। পেয়ে যাবেন এক লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার। এমনই ঘোষণা মধ্যপ্রদেশ সরকারের। তবে এ সুযোগ শুধুমাত্র ব্রাক্ষ্মণ দম্পতিদের জন্য। শুনে অবাক লাগলেও এমনই ঘটেছে বাস্তবে।
বর্তমান দিনে কম বেশি প্রত্যেকেই একটিমাত্র সন্তান নেন। কিন্তু তাতে জনসংখ্যা হ্রাস পাচ্ছে। তাই জনসংখ্যা বাড়াতে গিয়ে এমনটাই জানিয়েছেন, মধ্যপ্রদেশের পরশুরাম কল্যাণ বোর্ডের সভাপতি পণ্ডিত বিষ্ণু রাজোরিয়া। তিনি ইন্দোরে এক সমাবেশে বক্তৃতা রাখার সময় বলেছেন, সমাজে ধর্মান্ধরা বেড়েছে ব্যাপকভাবে। এর জেরে মানুষ আর পারিবারিক জীবনে মনোনিবেশ করছে না। তাই নিজেদের সংখ্যা বাড়াতে এই পন্থা নিক যুব সম্প্রদায়।
তিনি এদিন এও বলেন, তরুণদের কাছ থেকে তাঁর অনেক আশা রয়েছে। বয়স্ক মানুষদের থেকে খুব বেশি আশা করতে পারছেন না। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার দায়িত্ব যুব সম্প্রদায়ের। তাই এবার থেকে এক সন্তান না নিয়ে একাধিক সন্তান নিক তাঁরা। তিনি এমনও বলেছেন, বোর্ডের সভাপতি তিনি থাকুক না থাকুক কোনও দম্পতি চার সন্তান নিলেই পুরস্কার দেওয়া হবে। তাঁর আরও পরামর্শ যে কোনওভাবে জীবন পরিচালনা করুক না কেন, চার সন্তানের জন্ম দিতে হবে। নইলে তাঁর আশঙ্কা ধর্মদ্রোহীরা দেশ দখল করে ফেলবে।
